রাজধানীর ফুটপাত থেকে শপিংমলে ঈদ কেনাকাটায় ধুম
- আপডেট সময় : ০৮:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনার রেশ কাটিয়ে ধুম পড়েছে ঈদের কেনাকাটায়। ফুটপাত থেকে শুরু করে শপিংমল…. সর্বত্র ক্রেতাদের মুখর পদচারণা। গরমকে প্রাধান্য দিয়ে এ বছর তৈরি হয়েছে বেশির ভাগ পোশাক। রয়েছে নতুনত্বও। তবে উচ্চ দামে হ্মুদ্ধ অনেকেই। বেচাকেনা ভালো হওয়াই খুশি ব্যবসায়ীরাও।
ঈদ ঘনিয়ে কেনাকাটায় ধুম বেড়েছে রাজধানীর শপিংমলে। লেহেঙ্গা, গাউন, ওয়ান পিসসহ বিভিন্ন পছন্দের পোশাক কিনতে ভীড় দেখা যায়। ঈদের দশদিন আগের ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে বিপনীবিতান কোথাও কারো ফুসরত নেই।
মার্কেটগুলোতে মেয়েদের পাশাপাশি ছেলেদের পোশাকে রয়েছে নতুনত্বের ছোঁয়া।করোনার কারণে দু’বছরের বন্ধ জীবন কাটিয়ে ঈদের কেনাকাটায় যেন স্বস্তির নিশ্বাস।
গরমকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে বেশির ভাগ পোশাক। আনা হয়েছে নতনত্ব। দেশীয় শাড়ী, সুতি-লিলেনের থ্রি-পিছ সব বয়সী তরুণীদের পছন্দের তালিকায়।
শিশুদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে তাদের কেনাকাটাকে প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা।