চট্টগ্রামের হালদা নদীর পানির মান অতীতের যে কোন সময়ের চেয়ে এবার ভালো

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- চট্টগ্রামের হালদা নদীর পানির মান অতীতের যে কোন সময়ের চেয়ে এবার ভালো ।
নদীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার পর এ তথ্য জানিয়েছেন হালদা গবেষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে, ডিম সংগ্রহে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। জেলা মৎস্য অফিস বলছে, ৩০ এপ্রিলের অমাবস্যাতে বৃষ্টি না হলে, ১৫ মে পুর্ণিমার সময় ডিম আহরণের সময় ধরে হ্যাচারী ও কুয়া প্রস্তুত করা হচ্ছে। হালদা গবেষকরা বলছেন, মৌসুমী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হলে, পানির সব প্যারামিটার মাছের ডিম ছাড়ার জন্য আরও উপযোগী হবে। রেণু ফোটাতে কোন প্রতিবন্ধকতা তৈরী না হয়, সে ব্যপারে নানামুখি উদ্যোগ নেয়া হয়েছে জানাচ্ছেন জেলা মৎস কর্মকর্তা।