নিউমার্কেটে সংঘর্ষে কুপিয়ে খুনের সাথে জড়িত ছাত্রলীগ কর্মী ইমন’সহ কয়েকজনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় কুপিয়ে খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী ইমন’সহ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের সময় নাহিদ ও মোরসালিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে শনাক্ত করেছিল পুলিশ। নাহিদকে কুপিয়েছে রাব্বী নামের ঢাকা কলেজের এক আবাসিক হলের শিক্ষার্থী। সংঘর্ষের সময় নাহিদকে দুইজন রামদা দিয়ে এবং মোরসালিনকে একজন রামদা দিয়ে কোপায়। এদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছিল তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ। মোরসালিনের হত্যাকারীকেও শনাক্ত করা গেছে। শনাক্ত করা সবাইকে নজরদারীতে রেখেছে তদন্তকারীরা। ডিবির অতিরিক্ত কমিশনার এম হাফিজ আক্তার বলেন, মামলা হয়েছে এবং কাজ চলছে। সকল ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।