ফ্রান্সে টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমান্যুয়েল ম্যাঁক্রো
- আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ফ্রান্সে টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমান্যুয়েল ম্যাঁক্রো। ৫৮ শতাংশ ভোট পেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতেন তিনি। নির্বাচনে প্রায় ৪২ ভাগ ভোট পান ল্যু পেন।
১৮ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত হলেও ফরাসিদের বিশাল অংশের সমর্থনকে নির্বাচনের প্রাপ্তি হিসেবে গণ্য করছেন কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মেরি ল্যু পেন। বিষয়টিকে আমলে নিয়েছেন প্রেসিডেন্ট ম্যাঁক্রো। তাই বিজয় ভাষণে বলেন, ভেদাভেদ রয়ে গেছে বলেই দেশবাসী কট্টর ডানপন্থীদেরও ভোট দিয়েছে। সব ভেদাভেদ দূর করে ফরাসিদের ঐক্যবদ্ধ করবেন বলে শপথ নেন ইমান্যুয়েল। তার জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে বিশ্ব নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব রাজনীতিতে পরবর্তীতে ম্যাঁক্রো আরো জোরালো ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা। পাঁচ বছর আগে সব জল্পনা-কল্পনা ওলটপালট করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন রাজনীতিতে নবাগত ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর বৈশ্বিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের হয়ে কঠিন-কঠিন সব সিদ্ধান্ত নিতে দেখা গেছে তাকে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শত্রুতা বন্ধেও তিনি জোর চেষ্টা চালান।