আসন্ন ঈদ ও মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আসন্ন ঈদ ও মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে, সচল থাকবে হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম।
সরকারি ছুটি ছাড়া হিলি কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদ হতে পারে। এ কারণে পহেলা থেকে ৫মে পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকায় ৬ মে শুক্রবার বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম এমনিতেই বন্ধ থাকবে। ৭ মে পুনরায় দু’দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হবে। হিলি স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান জানান, ঈদের ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।