হাজী সেলিমের রায়ের নথি ঢাকার বিচারিক আদালতে পাঠানো হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
হাজী সেলিমের দশ বছরের সাজা ও দশ লাখ টাকা জরিমানার আদেশ বহাল রেখে দেয়া হাইকোর্টের রায়ের নথি পাঠানো হয়েছে বিচারিক আদালতে। ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের নথি ঢাকার বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশন- দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি জানান, আজকের দিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেয়া হবে। হাইকোর্টের এই রায়ের ফলে তার সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা নেই বলেও উল্লেখ করেন এই আইনজীবী।