করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে করা টিআইবি’র রিপোর্ট প্রত্যাখ্যান স্বাস্থ্যমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
করোনার টিকা কার্যক্রমে অর্থ ব্যয়ের অস্বচ্ছতা নিয়ে টিআইবির রিপোর্টের বেশকিছু তথ্য বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে করা টিআইবি’র রিপোর্ট প্রসঙ্গে একথা বলেন তিনি।
টিকা নিয়ে সকল কার্যক্রমে স্বচ্ছতা ছিলো দাবি করে, টিআইবির এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন জাহিদ মালেক। এ বিষয়ে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনার বিধিনিষেধ মানার ব্যাপারে উদাসীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোনো সময় আবারও করোনার চতুর্থ ঢেউ আসতে পারে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক থাকতে হবে।