অধ্যাপক জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় ফয়জুল হককে যাবজ্জীবন এবং তার বন্ধ সোহাগকে ৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় ৪ জনকে খালাস দেয়া হয়েছে।
দুপুরে সিলেট বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবে এ রায় ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামী পক্ষ। এই মামলায় মোট ৫৬ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। ২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডসংলগ্ন মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে মঞ্চে বসা অধ্যাপক জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে মো. ফয়জুল হাসান নামে এক তরুণ। এতে গুরুতর আহত হন তিনি।