দেশের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন মানুষ
- আপডেট সময় : ০৭:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি ভূমিহীন মানুষ। এ পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় এ উপহার দেয়া হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহীতে নবনির্মিত পাকা বাড়ি দেয়া হয় সাড়ে ৮’শ ভূমিহীন পরিবারকে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে বাড়ি পেয়েছেন তারা। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে রাজশাহীর ৯ উপজেলায় আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে ময়মনসিংহে ৩য় পর্যায়ে ৫৫৩ গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
নেত্রকোনায় উপহারের ঘর পেয়েছে ৩৪৭ পরিবার।
ব্রাহ্মণবাড়িয়ায় ঘর পেয়েছে ৩৬৫ ভূমিহীন পরিবার। ঘর পেয়ে খুশি গৃহহীন মানুষ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাটেও ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। ৫ উপজেলায় ২০৬ পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
তৃতীয় দফায় বরিশালে ৪৫২ পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জমির দলিল তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ৮৩ পরিবার। সদর উপজেলার বামনপাড়ায় ছিন্নমূল মানুষের জন্য নির্মাণ করা ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঠিকানাহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক গৃহহীন মানুষকে গৃহসহ জমিদান বিশ্বের অনন্য নজির বলে উল্লেখ করেন তিনি। দুপুরে নওগাঁর সাপাহারের অমরপুর আশ্রায়ণ প্রকল্প প্রাঙ্গণে ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের সময় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পেয়েছেন ৪০৯ পরিবার। সকালে গণভবন থেকে খোকাশাবাড়ির আশ্রয়ন প্রকল্পে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ির দলিল হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মাগুরায় ২০২ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়েছে। শেখ হাসিনা বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত থেকে গৃহ বরাদ্দ কর্মসূচি উদ্বোধন
করেন।
ঝিনাইদহে ঈদ উপহারের ঘর পেয়েছেন ৩৬৬টি গৃহহীন পরিবার। এছাড়াও সাতক্ষীরা, কক্সবাজার ও নাটোরে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।