রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাই চক্রের ৩১ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাই চক্রের ৩১ জনকে গ্রেফতার করেছে রেব।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই’র দেয়া তথ্যের ভিত্তিতে রেব-৩ এর ৭টি দল একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় ৩০টি ট্যাব, ৭১৭টি স্মার্ট ফোন, ৭৯৩টি বাটন মোবাইল, ২৮টি নতুন ল্যাপটপ ও নগদ ৫৫ হাজার ৬৪৭ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পথচারীদের টার্গেট করে তাদের মোবাইল ফোন চুরি ও ছিনতাই করতো তারা। সেই মোবাইল ফোনের আইএমইআই নম্বর দ্রুত পরিবর্তন করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে রাজধানীর মার্কেটগুলোর ভাসমান দোকানে বিক্রি করতো তারা।