ফেরি সংকটে দুর্ভোগ বেড়েছে দক্ষিণাঞ্চল নৌপথে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ফেরি সংকটে ভোগান্তি বেড়েছে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের নৌপথে। বিকল্পপথে নদী পারাপারে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে যাত্রীদের। ঈদের সময় যতই কাছাকাছি হচ্ছে, ততই যেন আরও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া বাংলাবাজার ফেরি ঘাটে বাড়ছে ঘরমুখী মানুষের চাপ। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দেখা গেছে, ছয় শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে দেখা গেছে যানবাহনের সারি। শিমুলিয়া ঘাটে মাত্র আটটি ফেরি চলাচল করছে। এর মধ্যে বাংলাবাজার রুটে পাঁচটি এবং মাঝিরকান্দা রুটে তিনটি ফেরি চলছে। এদিকে, ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থেকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিচ্ছেন, নদী পার হচ্ছেন স্পিডবোটে অথবা লঞ্চে। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকাও।