ঈদ ও রমজানে রাজধানীতে তীব্র যানজটে নাকাল নগরবাসী
- আপডেট সময় : ০৫:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ঈদ ও রমজানকে কেন্দ্র করে রাজধানীর যানজট আরো তীব্র হয়ে উঠেছে। রোজা রেখে অসহনীয় গরমে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে নাকাল নগরবাসী। নগরীর লোকসংখ্যা ও যানবাহনের তুলনায় বাড়েনি সড়কের ও এর পরিধি। এ অবস্থায় থেকে পরিত্রাণ চায় ঢাকাবাসী।
ঢাকার রাজপথ… সুযোগ নেই তিল ধারণের। তবু, সময়মতো গন্তব্যে পৌঁছানোর বৃথা চেষ্টা নগরবাসীল। ঈদ ঘনিয়ে আসার সাথে বেড়ে চলছে রাজধানীর যানজট।
ঢাকায় দুই সিটি কর্পোরেশনের মোট সড়কের পরিমাণ ২ হাজার ৭০০কিলোমিটারেরও বেশি। বুয়েটের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘন্টা। টাকার অংকে বছরে ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি।
আয়-ব্যয়ের হিসেবে যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের জন্য এ যানজট মড়ার উপর খাঁড়ার ঘা।
ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন বাড়ালে ঢাকার যানজট কিছুটা কমবে বলে মনে করেন, এ ট্রাফিক কর্মকর্তা।
পরিবহন শ্রমিক থেকে যাত্রী, সবাই এ অসহনীয় যানজট থেকে মুক্তি পেতে সরকারের দ্রুত পদক্ষেপ দেখতে চায়।