আসছে করোনার চতুর্থ ঢেউ
- আপডেট সময় : ০৭:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনা মহামারির চতুর্থ ঢেউয়ের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা- সিডিসি’র কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস ড্যানিয়েল। তবে আগের ঢেউগুলোর তুলনায় এটা প্রবল না হওয়ার সম্ভাবনাই বেশি। সকালে রাজধানীর আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতোমধ্যে বহু মানুষের দেহে ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয়েছে।
করোনার চতুর্থ ঢেউ আসার সম্ভবনার কথা বলছেন বিশেজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস ড্যানিয়েল বলছেন, বেশিরভাগ মানুষ করোনার টিকা নেওয়ায় এর তীব্রতা কম হতে পারে । তবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
ব্রিফিংয়ে তিনি জানান , ৭৫ বছরেরও বেশি সময় কোনো ধরনের মহামারী রোধে সিডিসি বিশ্বব্যাপী জরুরি সহায়তা দিচ্ছে ।
চিকিৎসকের পরামর্শ ছাড়া বাংলাদেশে অ্যান্টিবায়টিক সেবনকে মহামারির সাথে তুলনা করেন নিলি কায়ডোস ড্যানিয়েল।
অতীতে নিপা ভাইরাস শনাক্তকরণে আইইডিসিআর এবং আইসিডিডিআরবি সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে সিডিসি ।