দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদের আগে ও পরে ৫ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
- আপডেট সময় : ০৭:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের চলাচল নির্বিঘ্ন করতে ব্যস্ত রয়েছে জেলা প্রশাসন। যাত্রীরা বলছেন, স্বস্তিতে বাড়ি ফিরতে প্রশাসনের তৎপরতা জরুরি। এদিকে, যাত্রীবাহী পরিবহন সুষ্ঠুভাবে পারাপারের জন্য ঈদের আগে ও পরে ৫ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ চলাচল করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। এবার ঈদ যাত্রাকে নিশ্চিত করতে ঈদের ৫ দিন আগে ও ৫ দিন পরে ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার দেয়া হবে। যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে দৌলতদিয়া ঘাটে।
পণ্যবাহী যান চলাচল বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চালকরা। পণ্যবাহী ট্রাকগুলো ওভারলোড থাকায় ফেরি চরের মধ্যে আটকে গিয়ে দুর্ভোগ বাড়িয়ে দেয়। পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলে যাত্রী পারাপারে সুবিধা হবে বলে মনে করছেন ফেরী ব্যবহারকারীরা।
আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাটে সার্বিক নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয়া হয়েছে, জানালেন পুলিশ সুপার।
এদিকে ফিরতি পথে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও যাত্রীদের চাপ বেড়ে গেছে। শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল সীমিত থাকায় এই রুটে পারাপার বেড়েছে। আসন্ন ঈদে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২১টি ফেরি কার্যকর রাখার সিদ্ধান্ত হয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না এবং আদায় করা যাবে না অতিরিক্ত ভাড়া।
ঘরমুখো মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরে প্রিয়জনের সাথে আনন্দে ঈদ করবে এটাই সবার প্রত্যাশা