উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এক ধাপ এগিয়ে থাকলো ইয়্যুর্গেন ক্লপের দল।
ঘরের মাঠ অ্যানফিল্ডের সুবিধা নিয়ে ম্যাচের শুরুতেই আক্রমণের পসরা সাজায় অলরেডরা। কিন্তু আক্রমণের পরও গোল না হওয়া প্রথমার্ধে গোল শুন্য বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে লিভারপুল এগিয়েও যায়। কিন্তু সেটি বাতিল হয় অফ সাইডের কারণে। অবশ্য সেই হতাশা কাটাতে খুব বেশি সময় লাগেনি ক্লপ শিষ্যদের। ৫৩ মিনিটে এন্ডারসনের ক্রস ভিয়ারিয়ালের ডিফেন্ডার পায়ে লেগে ভাঙে ডেডলক। দুই মিনিটের মাথায় আবারও গোলের দেখা পায় লিভারপুল। এবার সালাহর পাসে স্কোর শিটে নাম তোলেন সাদিও মানে। পরে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।