গরীব ভুক্তভোগীদের জন্য বিনাখরচে সরকার আইনজীবী নিয়োগ দেবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আইনি সহায়তা পাওয়া মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার। গরীব ভুক্তভোগীদের জন্য বিনাখরচে সরকার আইনজীবী নিয়োগ দেবে। এই সহায়তা চলমান থাকবে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ নূরউজ্জামান।
‘জাতীয় আইনী সহায়তা দিবস’ উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। দিবসটির এবারের প্রতিবাদ্য- ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে নিশ্চয়তা’। এসময় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আইনগত সহায়তা দিতে এগিয়ে আসা আইনজীবীদের ত্যাগের মনোভাব থাকতে হবে। ইতিমধ্যে হাইকোর্টের সবার সাথে মিটিং হয়েছে। দরিদ্র মানুষের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেয়া হয়েছে।