ভয়াল ২৯ এপ্রিল আজ
- আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ভয়াল ২৯ এপ্রিল আজ। ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ম্যারিএন’ লন্ডভন্ড করে দেয় কক্সবাজার-চট্টগ্রামসহ দেশের উপকূল এলাকা। ওই রাতেই প্রাণ হারায় প্রায় দেড় লাখেরও বেশি মানুষ। ক্ষয়ক্ষতি হয় অন্ততঃ ৫ হাজার কোটি টাকার সম্পদ। প্রলয়ংকরী সেই ঘুর্ণিঝড়ের ৩১ বছর পরও মাথা উচুঁ করে দাঁড়াতে পারেনি স্বজনহারা মানুষগুলো। তবে, জলবায়ু উদ্বাস্তুদের জন্য সরকার তৈরি করেছে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প।
সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় প্রচন্ডবেগে ঝড়ো বাতাস। জলোচ্ছ্বাসে ফুঁসে উঠে বঙ্গোপসাগর। মুহুর্তেই লন্ডভন্ড হয়ে যায় উপকূল রক্ষার সব বাঁধ। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে ঢুকে পড়ে জোয়ারের পানি।ভোরের আলোয় চোখের সামনে ভেসে উঠে ভয়ংকর এক মৃত্যুপুরী। স্বজন আর ভিটে-বাড়িহারা মানুষগুলো সেই স্মৃতি মনে করে শিউরে উঠে আজও।
৩১ বছর পরও, কক্সবাজার উপকূলের সেই ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। অরক্ষিতই রয়ে গেছে পুরো উপকূল অঞ্চল। দেশের ২৫ ভাগ মানুষ উপকূলে বাস করলেও, তাদের রক্ষায় বেড়িবাঁধ সংস্কারে নেই কোন উদ্যোগ।
দুর্যোগের সময় প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের জন্য আশ্রয়কেন্দ্র ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি বলে মনে করেন, স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রায় অর্ধলাখ জলবায়ু উদ্বাস্তুর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারে কক্সবাজার বিমানবন্দরের পাশে গড়ে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্প। ২০২০ সালে প্রধানমন্ত্রী এটি উদ্বোধনের পর, কিছু মানুষ ফ্ল্যাট বাড়ি পেয়েছে। কাজ শেষ হলে প্রায় ৫ হাজার লোক পরিবার নিয়ে আশ্রয় পারে।