দেশে আশংকাজনক হারে বাড়ছে বজ্রপাত
- আপডেট সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পরিবর্তিত আবহাওয়ায় ঝড়-বৃষ্টির সঙ্গে দেশে আশংকাজনক হারে বাড়ছে বজ্রপাত। বেড়েছে প্রাণহানির সংখ্যাও। চলতি কালবৈশাখী মৌসুমে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের চার জেলায় বজ্রপাতে এরই মধ্যে মারা গেছেন ১০ জন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বজ্রপাত প্রতিরোধের শক্তিশালী কোন ব্যবস্থা নেই। তবে কেউ বজ্রপাতে আহত হলে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তারা।
মৌলভীবাজারসহ সিলেট বিভাগের চার জেলায় বজ্রপাত আতংকে অস্থিত সবাই। এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের শাল্লা ও দিরাইয়ে এবং মৌলভীবাজারের কমলগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতে বাবা ছেলেসহ ছয়জন নিহত হয়। হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩জন নিহত হয়েছেন
বজ্রপাত প্রতিরোধ করার মত শক্তিশালী কোন ব্যবস্থা না থাকায় বিপত্তি বাড়ছে দিনে দিনে। বজ্রপাতে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের।
গেলো দুই বছরে শুধু মৌলভীবাজারে মৃতের সংখ্যা অন্তত ১০ জন।