ঈদ সামনে রেখে ট্রেন-বাসে ঘরমুখো মানুষের স্রোত
- আপডেট সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো লাখো মানুষ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায় যাত্রীদের ভীড় । তবে গতবারের তুলনায় এবারের ব্যবস্থাপনায় ভোগান্তি কিছুটা কম বলে জানান যাত্রীরা। এদিকে, মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে নিজের সন্তুষ্টির কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বলেন, অতিতের যে কোন সময়ের চেয়ে সড়ক ব্যবস্থা ভালো।
আর মাত্র দু’দিন বাকি। তাই পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদযাত্রায় বাড়ী ছুটছেন ঘরমুখো মানুষ।
ভোরের আলো ফোটার সাথে সাথে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে দেখা যায় যাত্রীদের ভীড়। তারা বলছেন, ভোগান্তি ছাড়াই এবার নিবিঘ্নে বাড়ি ফিরছেন।
যাত্রীদের নিরাপত্তায় সচেতনাতমূলক মাইকিং করা হচ্ছে বলে জানান বাস কাউন্টার ম্যানেজার ।
মহাখালী বাসটার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী বলেন, ঈদযাত্রা নিবিঘ্ন করতে সড়কে যানজট কমানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।