ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে, ছিল না তেমন সিডিউল বিপর্যয়
- আপডেট সময় : ০২:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঈদ সামনে রেখে চলছে ঘরমুখো মানুষের স্রোত। ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে, ছিল না তেমন সিডিউল বিপর্যয়। দু’টি ট্রেন ছাড়া সব ট্রেন কমলাপুর ছাড়ে ঠিক সময়ে। আগের তিন দিনের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম থাকায় স্বস্তিতে গন্তব্যে রওয়ানা দেন সবাই। এদিকে,অগ্রীম টিকিট না পাওয়া যাত্রীরা, নির্দিষ্ট সময়ে ষ্টেশনের রিজার্ভ কাউন্টার থেকে টিকিট নিতে পারছেন।
ঈদ যাত্রার প্রথম তিনদিন যাত্রীদের ভিড় থাকলেও চতুর্থদিনে কমলাপুর রেল ষ্টেশনে লোক সমাগম কম।
তবে ট্রেন ছাড়ার অনেক সময় আগেই ঘরমুখো মানুষের পদচারণায় মূখর পুরো স্টেশন।
ঈদ যাত্রার প্রথম তিনদিন সিডিউল বিপর্যয়ে ভোগান্তি থাকলেও চতুর্থদিন ধুমকেতু এক্সপ্রেস ৪০ মিনিট এবং নীলসাগর এক্সপ্রেস ৪৫ মিনিটে বিলম্ব ছাড়ে। অন্য ট্রেনগুলো কমলাপুর ছাড়ে ঠিক সময়ে।
আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ মেলায় আনন্দে উদ্বেলিত যাত্রীরা।
ষ্টেশন মাষ্টার জানান,,অগ্রীম টিকেট না থাকলেও, যথাসময়ে ‘স্পট টিকিট’ নেয়ার সুযোগ পাচ্ছে যাত্রীরা।
ঈদ শেষে ঢাকা ফেরার অগ্রিম টিকেট পাওয়া যাবে ৩ মে থেকে।