বিআরবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসা ও সেবার মান বিশ্বমানের
- আপডেট সময় : ০৯:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বেসরকারি হাসপাতালের মধ্যে বিআরবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসা ও সেবার মান বিশ্বমানের বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা জানান, খুব সহজে ইমার্জেন্সি বিভাগে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে প্রতিনিয়ত শত শত রোগী সেবা নিয়ে সুস্থ হচ্ছেন। রোগীদের অপ্রয়োজনীয় কাটা-ছেঁড়ার পার্শ্ব-প্রতিক্রিয়ার প্রতি সতর্ক থাকার কথাও জানান হাসপাতালের চিকিৎসকরা।
বিআরবি হাসপাতাল। ঢাকার পান্থপথে ২০১৪ সালে যাত্রা শুরু করে হাসপাতালটি। দেশের মানুষের সেবার ব্রত নিয়ে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন এর চেয়ারম্যান মোহাম্মদ মজিবর রহমান।
হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে এই হাসপাতাল। কর্তৃপক্ষের দাবি, বেসরকারি হাসপাতালের মধ্যে বিআরবি’র ইমার্জেন্সি বিভাগের চিকিৎসা দেশ সেরা। রোগীদের জরুরি মুহুর্তে চিকিৎসা সেবায় ২৪ঘন্টাই খোলা থাকে বিভাগটি।
এতে রয়েছে সকল সুবিধাসপন্ন অপারেশন থিয়েটার। প্রাথমিক পর্যায়ে সব ধরণের অপারেশন করা যায়।
ইমার্জেন্সি বিভাগটি স্বয়ংসম্পূর্ন। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাজানো। রোগীরা সব ধরনের চিবিৎসা সেবা পাচ্ছেন তুলনামূলক কম খরচে।
এই সেন্টারের অধীনে রয়েছে একটি বিশেষায়িত অভিজ্ঞ চিকিৎসক টিম। বিশেষজ্ঞ কনসালটেন্টের সরাসরি তত্ত্বাবধানে, দক্ষ রেজিস্ট্রার, মেডিকেল অফিসার এবং নার্স টিমের মাধ্যমে প্রতিনিয়ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
তিনি জানান, হাসপাতালের রোগীদের আপন জনের মতো সেবা দিয়ে থাকে সব চিকিৎসক।
খুব কম সময়ে দেশের মানুষের আস্থা অর্জনের আশা করে বিআরবি হাসপাতালের চিকিৎসকরা।