ঈদযাত্রার ৫ম দিনে কমলাপুরে যাত্রীর চাপ
- আপডেট সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গার্মেন্টস ছুটি হওয়ায় ঈদ যাত্রার পঞ্চম দিনে কমলাপুর রেল ষ্টেশনে গতকালের তুলনায় যাত্রীর চাপ আরো বেড়েছে। নেই কোন সিডিউল বিপর্যয়, নেই কোন ভোগান্তি– এমনটাই জানালেন যাত্রীরা। কাল সন্ধ্যার পর থেকেই ২ ও ৪ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। তবে,ঈদের দিন বন্ধ থাকছে ট্রেন চলাচল ।
পরিবারের সাথে ঈদ করতে এমন ছুটে চলা রাজধানীবাসীর। আর একদিন পরেই ঈদ। টিকিটের অনিশ্চয়তা কিংবা আসন পাওয়ার ঝক্কি, সবকিছুর পরও ট্রনে উঠতে যাত্রীদের এ চেষ্টা।
ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেলস্টেশন থেকে ৩৯ জোড়া ট্রেন ছেড়ে যাচ্ছে প্রতিদিন। এর মধ্যে ৩৭ জোড়া নিয়মিত আর দুই জোড়া স্পেশাল ট্রেন।
ঈদ সামনে রেখে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষকে গন্তব্যে পৌঁছে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার ট্রেন যাত্রা করবে ৫৩ হাজার যাত্রী। সব মিলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে, বলছে কর্তৃপক্ষ।
ঈদের দিন তিনটি রুটে চলবে লোকাল ট্রেন। তবে পরের দিন থেকে আবারো স্বাভাবিক হবে রেল চলাচল।