নওগাঁয় শিশুসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
নওগাঁয় এক গৃহবধু ও তার ৩ বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, শিমুলিয়া ঘাটে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মান্দা থানার ওসি শাহীন জানান, গৃহবধূ আমেনা খাতুন ও তার তিন বছরের সন্তান আমির হামজাকে ভোর রাতে অনেক ডেকেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও ছেলের মৃতদেহ দেখতে পায় স্বজনরা। থানায় খবর দিলে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িত সন্দেহে আমেনার শাশুড়ি এজেদা বেগমকে আটক করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া লঞ্চ ঘাট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মাওয়া নৌ পুলিশ। পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তার নাম আশরাফুল আলম মিঠু, তার বাড়ি খুলনা জেলার সোনাডাঙা এলাকায়। গত পরশু ২৯ এপ্রিল সকাল ৬টা’র দিকে ঢাকা থেকে ফাল্গুনি পরিবহনের বাসে খুলনার উদ্দেশ্যে বের হলে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তার ছেলে লৌহজং থানায় নিখোঁজের ডায়েরি করেন।