সকল বৈষম্য নির্মূল করে সমতার রাষ্ট্র নির্মাণের প্রত্যাশায় মে দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্বের শ্রমজীবী মানুষের ঐতিহাসিক গৌরবময় দিন মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম ও অধিকার আদায়ের রক্তাক্ত দিন। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে দিনটি।
আজ পয়লা মে। মহান মে দিবস। শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন।
শ্রমিকদের ঘামের সঠিক মর্যাদা ও পারিশ্রমিক দেয় না মালিকপক্ষ। নারী শ্রমিকদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক অত্যাচার।
শ্রমিক নেতারা বলেন, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, অবিচার, শাসন, শোষন আর নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করার সময় এসেছে।
শরীরের ঘাম শুকানোর আগে কর্মস্থলে পারিশ্রমিক প্রদান করা হোক এবং সকল বৈষম্য নির্মূল করে সমতার রাষ্ট্র নির্মাণ হোক এমনটাই প্রত্যাশা শ্রমিকদের।