ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০৮:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। নিউক্যাসেলেকে ১-০ গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান দখল করে অল রেডরা। তবে এর কিছুক্ষন পরই লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে বিদ্ধস্ত করে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান পুনূরুদ্ধার করে সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় পেপ গার্দিওয়ালার শীর্ষ্যরা। ফিল ফোডেনের ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রি। প্রথমার্ধের খেলা শেষ হয় সিটির এক গোলের লিডে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যাবধান দিগুন করেন সিটি। ৫৪ মিনিটে গোল করেন ডাচ ডিফেন্ডার অ্যাক। ম্যাচের ৭৮ মিনিটে দলকে আবার এগিয়ে দেন দারুন ফর্মে থাকা ব্রাজিলিয়ান স্ট্রাইকার গেব্রিয়াল জেসুস। আর নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে লিডসের লিডসের জালে শেষ গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান ফার্নান্দিনহো। এদিকে এর আগে নাবি কেইটার একমাত্র গোলে নিউক্যাসেলের বিপক্ষে কষ্টর্জিত জয় পেয়েছে লিভারপুল।