আজও ঢাকা ছেড়েছেন লাখো ঘরমুখো মানুষ
- আপডেট সময় : ০৭:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
শেষ মুহূর্তে পরিবার-পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও ঢাকা ছেড়েছেন লাখো ঘরমুখো মানুষ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে অন্যদিনের তুলনায় ভিড় কিছুটা কম ছিল। এরপরেও নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়ায় লঞ্চ কর্মচারীদের সাথে যাত্রীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। নৌ-পুলিশের দাবি, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তৃতীয় পক্ষ এসব অরাজকতা করছে।
রাত পোহালেই ঈদ…তাইতো প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছে মানুষ।
কর্মস্থলে শেষের দিকে ছুটি হওয়ায় ঈদের একদিন আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করে দক্ষিণবঙ্গের মানুষ। লঞ্চ যাত্রীপূর্ন হলেও নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়ায় কর্তৃপক্ষ ও যাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়।
বিষয়টি নিয়ে নৌ পুলিশ কর্তৃপক্ষ দুষছে তৃতীয় পক্ষকে।
সবকিছুর পরেও প্রিয়জনদের সাথে ঈদ করতে পারায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, গত পাঁচ দিন ধরে যাত্রীর চাপ থাকলেও শেষ দিনে তা তুলনামূলক কম।
কর্মজীবীদের একাংশসহ ঈদের দিনও অনেকে ঢাকা ছাড়বেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে থেকে চলাচল করবে লঞ্চ।