উদযাপনের উৎসব হয়ে ফিরলো পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ০৭:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর, উদযাপনের উৎসব হয়ে ফিরলো পবিত্র ঈদুল ফিতর। রাজধানীসহ সারাদেশে উৎসাহ উদ্দীপনায় ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছে ঈদ। জাতীয় ঈদগায় ঈদ জামাতে অংশ নিতে ঢল নামে মুসল্লিদের। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের পর বাঁধনহারা আনন্দ উদযাপনে ফিরে আসে ঈদের সেই চিরচেনা রূপ।
করোনা কারণে দুই বছর পর জাতীয় ঈদগাহ–পবিত্র ঈদুল ফিতরের নামাজ। তাইতো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে।
কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ। তবুও নগরবাসী আসছে। দ্রুত ঈদগা ময়দান পেরিয়ে জামাতের বিস্তৃতি ছড়িয়ে পড়ে কদম ফোয়ারা, মৎস্য ভবন ও প্রেস ক্লাব পর্যন্ত।
ঈদের এই প্রধান জামাতে অংশ নেন, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিরা, মন্ত্রী, মেয়র, এমপি, বিচারপতি, রাজনৈতিক ব্যক্তি ও কূটনৈতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।
নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন।
নামাজ শেষে মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা৷ গুনাহ মাফের জন্য এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর জামাতে নামাজ আদায় শেষে, পারস্পরকিব কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
নামাজ আদায় শেষে বাঁধনহারা আনন্দে উচ্ছ্বসিত নগরবাসী। ঈদ উদযাপনে ফিরে আসে সেই চিরচেনা রূপ।
এক মাস সিয়াম সাধনার পর জামাতে ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ মেলায় প্রতিক্রিয়া জানান সবাই।
অভিবাকদের হাত ধরে জাতীয় ঈদগাহে আসা শিশুরা জানান তাদের অনুভূতি।
ঈদের নামাজকে ঘিরে জাতীয় ঈদগাহে সৃষ্টি হয় মিলন মেলার।