বায়তুল মোকাররমে পরপর পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি
- আপডেট সময় : ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পরপর পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। বিধিনিষেধ ছাড়া নামাজ আদায় করতে পেরে আনন্দিত তারা। নামাজ আদায় শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাত টায় শুরু হয় ঈদের প্রথম জামাত। ইমামতি করেন জাতীয় মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
করোনার কারণে দু’বছর পর, বিধিনিষেধ ছাড়া ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদে আসতে থাকেন।
জাতীয় মসজিদে প্রথম জামাতে অংশ নিয়ে মানুষ যেন প্রাণ ফিরে পায়। একসাথে ঈদের জামাত আদায় করতে পেরে উচ্ছ্বসিত নগরবাসী।
নামাজ আদায় শেষে গুনাহ মাফে মোনাজাতে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক ধর্মপ্রাণ মুসল্লি। দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া।
নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মসজিদ থেকে বেরিয়ে ঈদুল ফিতরে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন নগরবাসী।
সকাল ৭টার পর, ৮টা, ৯টা ১০টা ও ১০টা ৪৫ মিনিটে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে হাজারও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।