টাঙ্গাইলে বজ্রপাতে মারা গেছে দুই শিশুসহ তিনজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঈদের গোসল করতে নেমে টাঙ্গাইলে বজ্রপাতে মারা গেছে দুই শিশুসহ তিনজন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও মেহেরপুরে বজ্রপাতে নিহত আরো তিনজন।
সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ঈদের নামাজ আদায়ের আগে ধলেশ্বরী নদীতে গোসলে গিয়ে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন তিনজন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাবার কবর জিয়ারতের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরে বজ্রপাতে রনি মিয়া নামে এক যুবক মারা গেছে।
হবিগঞ্জের আজমিরিগঞ্জে পুকুরে গোসল করে ঘরে ফেরার সময় বজ্রপাতে শাহজাহান মিয়া নামে একজন নিহত হয়েছেন।
ঈদের নামাজ আদায়ে দু’ ভাই ঈদগাহে যাওয়ার পথে মেহেরপুরে বজ্রপাতে বড় ভাই আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আহত হন তার ছোট ভাই মন্টু মিয়া।