বাসা-বাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন গৃহিনীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
পাইপ লাইন সংস্কারের জন্য সাভারে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাসা-বাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন গৃহিনীরা।
ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে অনেকেই রান্নাবান্না বন্ধ রেখেছেন, কেউ আবার বিকল্প ব্যবস্থায় চলাচ্ছেন রান্নার কাজ। সকালে বিভিন্ন বাসা বাড়িতে এই চিত্র দেখা যায়। যদিও এর আগেই ঈদের রাত থেকে ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছিল তিতাস। মুল লাইনে সংস্কার কাজ চলার কারণে সাভার-আশুলিয়া ও ধামরাইসহ তার আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিছিন্ন রয়েছে বলে জানায় তিতাস। আগামী ৪৮ ঘন্টা বন্ধ থাকবে এ গ্যাস সরবরাহ।