আন্দামান সাগরে সৃষ্টি হচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আন্দামান সাগরে সৃষ্টি হচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে এখনো তার গতিপথ ঠিক হয়নি বলে দাবি করেছে আবহাওয়া অধিদপ্তর। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকম প্রস্তুতি রয়েছে।
উত্তর আন্দামান সাগরে লঘুচাপ থেকে সৃষ্টি হওয়া বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম ‘অশনি’।
তবে ঘূর্ণিঝড়টির গতিপথ এখনও নিদিষ্টভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরদের উপপরিচালক ছানাউল হক মন্ডল।
এদিকে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলা সবরকম প্রস্তুতি রয়েছে।
অশনির অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডা. এনামূর রহমান।