দু’বছর পর রাজধানীতে চিরচেনা রূপে ফিরেছে ঈদ আনন্দ
- আপডেট সময় : ০৯:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
দু’বছর পর রাজধানীতে চিরচেনা রূপে ফিরেছে ঈদ আনন্দ। ঈদের তৃতীয় দিনে হাতিরঝিলসহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। তরুণ-তরুণীরা আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি ছবি তুলে সময় কাটায়। এদিকে ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে খারাপ সময় কাটছে পরিবহন চালকদের।
মানুষের হুরোহুরি যানজট ও নাগরিক ব্যস্ততার কোনোটাই এখন নেই ঢাকায়। স্বস্তির পরিবেশে চড়া রোদ থাকলেও নেই বৃষ্টি। ফলে হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন উৎসব প্রিয় মানুষ। মুঠোফোনে সুন্দর মূহুর্তটি ধারন করতেও ভুলছেন না।
ঈদে ৪ দিনের ছুটির সাথে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি আরো দুইদিন। তাই রাজধানী জুড়ে এখনও উৎসবের আমেজ। নগরবাসী ঘুরে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়।
এদিকে নগরজুড়ে ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও গণপরিবহনে নেই যাত্রীর চাপ। হাঁকডাক করেও মিলছে না যাত্রী।
তবে, দুই-একদিনেই আগের মতো যাত্রী মিলবে..এমনটাই প্রত্যাশা চালকদের।