চমক দেখিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০৯:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আবারো চমক দেখিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। ৩৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে, শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল। দুই লেগ মিলে মাদ্রিদের জয় ৬-৫ গোলে। ২৯ মে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল।
যে ম্যাচে নিশ্চিত বিদায় জেনে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্বাগতিক সমর্থকরা সেই ম্যাচেই বড় জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর শেষ মুহূর্তে পরপর দুই মিনিটে দুই গোলে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। সেখানে গোল করলেন বেনজেমা। এতেই ম্যানচেস্টার সিটির আশা গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ।
সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোল, এমন সময় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে। ৬-৫ গোলে এগিয়ে থেকে নিশ্চিত করে ফাইনালের টিকেট।
শুরুর দিকেই এগিয়ে থাকতে পারতো রিয়াল। তবে দানি কার্ভাহেলের উঁচু ক্রসে করিম বেনজেমা হেড নিলে তা চলে যায় বারের ওপরে। ১২ মিনিটে একই ঘটনার পুনরাবৃত্তি।
এরপর টানা বেশ কয়েকটি আক্রমণ করে সিটি। তবে কেভিন ডি ব্রুইন, বানার্ন্ডো সিলভা, গ্যাব্রিয়েল হেসুসরা যেন পরাজিত সৈনিক।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। অবশেষে ৭৩ মিনিটে ডেডলক ভাঙে সিটি। রিয়াদ মাহারেজ এগিয়ে নেন দলকে।
ম্যাচের তখন ৮৯ মিনিট। সিটির জয় যখন সময়ের ব্যাপার, এমন মুহূর্তে ১ মিনিটের মধ্যে দুই গোল করে রিয়ালকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরান ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।
দুই লেগ মিলিয়ে দুই দলের সমান গোল হওয়ায় ২-১ গোল এগিয়ে থাকার পরও খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে সিটিকে হতাশায় ডুবিয়ে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান করিম বেনজেমা।
২৯ মে শিরোপা লড়াইয়ে লিভারপুলের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ২০১৮ সালে শেষবারের ফাইনালে লিভারপুলকে হারিয়েই উৎসব করেছিল গ্যালাক্টিকোরা