বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন কংগ্রেসে বিশেষ প্রস্তাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন কংগ্রেসে বিশেষ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্কের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ব্রায়ান হিগিন্স কংগ্রেসে প্রস্তাবটি উপস্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শেয়ার্ড ভিশনকে এগিয়ে নিতে অর্থনৈতিক, নিরাপত্তা, শাসন এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও বহুমুখী সম্পর্ক বজায় রাখছে। মিয়ানমারে গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য দুই দেশের অবদানকেও স্বীকৃতি দেয়া হয়। ১৯৭২ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়।