ইতালিয়ান সিরি-আতে রাতে মাঠে নামবে ইন্টার মিলান ও জুভেন্টাস
- আপডেট সময় : ০৫:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইতালিয়ান সিরি-আতে ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট- ইন্টার মিলান ও জুভেন্টাস। ইন্টারের প্রতিপক্ষ এম্পোলি। আর জেনোয়ার বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস।
শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ইন্টার। ৩৫ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিমোন ইনজাঘির শিষ্যরা। আর সমান ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এসি মিলান। লিগে বাকি তিন ম্যাচ। শিরোপা জিততে নিজেদের তিনটি ম্যাচই জয়ের পাশাপাশি এসি মিলানের হারতে হবে কমপক্ষে একটি ম্যাচ। তাই এ ম্যাচে জয়ের বিকল্প নেই ইন্টারের। অন্যদিকে জুভান্টাসের শিরোপা স্বপ্ন শেষ অনেক আগেই। তবে নিশ্চিত শীর্ষ চার।সমান ম্যাচে টেবিলের পাঁচে থাকা রোমার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ওল্ড লেডিরা। তাই বাকি ম্যাচগুলো শুধু নিয়ম রক্ষার। তবে মৌসুমের শেষটা ভাল করতে চায় জুভেন্টাস বস মাসিমিলিয়ানো আল্লেগ্রি। তাই জয় ছাড়া কিছুই ভাবছেনা তারা।