পাটুরিয়া-দৌলতদিয়া বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে হাজারো যাত্রীর চাপ
- আপডেট সময় : ০৪:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরা শুরু করেছে মানুষ। সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে থাকে ।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ থাকলেও দূর্ভোগ নেই এই প্রান্তে। দৌলতদিয়া ঘাট পর্যন্ত যানজটের ভোগান্তির কথা বলা হলেও এপারে এসে নির্বিঘ্নেই ঢাকায় যেতে পারছে মানুষ। তবে ঢাকার পথের যাত্রীদের বাস ভাড়া বাড়তি গুণতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২১ টি ফেরি ও ২১ টি লঞ্চ দিয়ে নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহন।
এদিকে বাংলাবাজার-মাঝিকান্দি ঘাট হয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের ঝুঁকি নিয়ে শিমুলিয়া ঘাটে আসছে হাজার হাজার যাত্রী।আবার এই ঘাট দিয়ে অনেকেই যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। তবে শিমুলিয়া ঘাটে নেমে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমে লাইনে দাঁড়িয়ে থেকে অতিরিক্ত ভাড়া দিয়েই বাসে করে রাজধানীতে ফিরছে মানুষ। বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। যাত্রী পারাপার করছে ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট ।