জি৭ জোটের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন ভলোদিমির জেলেনস্কি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গ্রুপ অব সেভেন বা জি৭ জোটের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজকের আলোচনায় ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করবেন নেতারা।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে খারকিভ, ওডেসা, দোনেৎস্ক শহর। উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছাকাছি এলাকায় তিনটি সেতু উড়িয়ে দেয় পুতিন বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পাঠানো সামরিক সরঞ্জামের একটি বড় মজুত ধ্বংসের দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অঞ্চলটিতে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনের সেনারা। খারকিভে রুশ ঘাঁটি লক্ষ্য করে গোলা ছোড়ে তারা। রুশ বাহিনীর কাছ থেকে একটি গ্রামের নিয়ন্ত্রণও ফিরে পাওয়ার দাবি তাদের।