টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দিমুথ করুণারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট দল বাংলাদেশে এসেছে। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমানটি।
সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানো কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছে তারা। বিমানবন্দর থেকে হোটেলে উঠেন সফরকারীরা। আজ সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা হবে। পরীক্ষার ফল নেগেটিভ হলে ৯ ও ১০ মে অনুশীলনে নামবে তারা। আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ঢাকায়, ২৩ মে থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। সিরিজ শেষ করে ২৮ মে দুপুরে বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।