ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে উপকূলীয় জেলায় থেমে-থেমে বৃষ্টি
- আপডেট সময় : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলাগুলোতে। মোকাবিলায় উপকূলীয় এলাকায় প্রস্তুত রাখা হয়েছে ২২৬টি সাইক্লোন সেল্টার ও উঁচু স্থাপনা।
সাতক্ষীরায় সকাল পৌঁনে দশটা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শ্যামনগর ও আশাশুনিতে প্রস্তুত রাখা হয়েছে ২২৬টি সাইক্লোন সেল্টার ও উঁচু স্থাপনা।সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তর জানায়,এই বৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাব নয়। তবে,ঝড়টি বড় একটি এলাকাজুড়ে রয়েছে।
সকাল থেকেই বাগেরহাটজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। রেড ক্রিসেন্ট, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সবাই প্রস্তুত আছে। জেলায় ২ নম্বর সতর্কতা সংকেত চলমান রয়েছে।
খুলনার কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি আবার কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। ভোর থেকে মোংলা সমুদ্র বন্দরকে ২ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। খুলনায়ও চলছে একই সংকেত। ঘূর্ণিঝড় ‘অশনি’ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকার বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সকাল থেকে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। পায়রাসহ সব বন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।