প্রবল ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে তিন উপকূলীয় বিভাগে ভারী বর্ষণের আভাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রবল ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে তিন উপকূলীয় বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া বিভাগের উপ-পরিচালক ছানাউল হক মণ্ডল জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগেও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।