অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং জনবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কলম্বোতে কারফিউ জারি রয়েছে।
এর আগে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে তার ভাই ও দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদ ছাড়তে অনুরোধ করেন। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বে প্রেসিডেন্ট হাউসে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়। সেখানে মাহিন্দাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অনুরোধ করেন গোতাবায়া। গোতাবায়ার সেই অনুরোধে সম্মত হন মাহিন্দা। গত বেশ কয়েক মাস ধরেই শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার ঘাটতিতে তীব্র খাদ্য এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকটে পড়েছে। বেড়েছে মূল্যস্ফীতি।