দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

- আপডেট সময় : ০৩:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। পশ্চিম মধ্য-বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১১৭ কিলোমিটারের মধ্যে রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে দুপুরে এটি ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
দুপুরে আগারগাঁও আবহাওয়া অফিসে এ তথ্য জানান প্রতিষ্ঠানের উপ-পরিচালক সানাউল হক মন্ডল। সন্ধ্যা নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পাশাপাশি দুর্বল হয়ে ভারতের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, এখন পর্যন্ত বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এটি শেষ পর্যন্ত সাগরেই বিলীন হতে পারে। এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব নৌযানকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেয়া হয়েছে। আগামী দু’দিন সারাদেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ সানাউল হক মণ্ডল।