বিএসএফের অস্ত্র চুরির ঘটনায় ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
- আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের অস্ত্র চুরির ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিএসএফ। ভোররাতে এ ঘটনা ঘটে।
বিএসএফ দাবি করছে, তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। অস্ত্র উদ্ধারে বাংলাদেশের বিজিবির সহযোগিতা চেয়েছে তারা। ভোমরা বন্দরের সহকারী কমিশনার আমির আল মামুন জানান, সকাল থেকেই সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ। একটি ট্রাকও বাংলাদেশে প্রবেশ করেনি। বিএসএফ সদস্যরা ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের গেট বন্ধ করে অবস্থান নিয়েছে। হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক না হলে, দৈনিক আড়াই কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। বর্তমানে ভারতীয় পাড়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিএসএফ’এর দাবি তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। বিএসএফ তাদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। বাংলাদেশ সীমান্ত এলাকায়ও তল্লাশি চালাচ্ছে বিজিবি।