সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ সংযোগ কুড়িগ্রামের দূর্গম চরে
- আপডেট সময় : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে কুড়িগ্রামের ৪৭টি দূর্গম চরে। আধুনিক এই যুগেও চরের মানুষের একমাত্র ভরসা ছিল কুপি আর হ্যারিকেন। এখন বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় খুশি চরবাসী।
ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমোরসহ ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলা। এসব নদীর তলদেশ দিয়ে ২১টি পয়েন্টে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৪৭টি চরে সাড়ে ৪’শ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। ব্যয় হয়েছে ১৬৫ কোটি টাকা। ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়েছে প্রায় ১৮ হাজার পরিবার।
দূর্গম চরাঞ্চলে বিদ্যুতের পাশাপাশি এসেছে ডিস লাইন। ফলে বাড়ি বাড়ি টেলিভিশনসহ ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহার করছে চরবাসী। এক সময় তাদের মোবাইল, চার্জার লাইট চার্জ দিতে যাত্রাপুর ও কুড়িগ্রাম যেতে হতো। এখন বাড়িতে বসেই পাচ্ছেন বিদ্যুতের সব সুবিধা।
ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছানোর কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। যেখানে লাইন টানা সম্ভব হয়নি সেখানেও সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি দুর্গম চরাঞ্চলের মানুষ। নিজেদের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতেও ভুমিকা রাখতে পারবে, এমনটাই প্রত্যাশা তাদের।