ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে অলরেডরা। এ জয়ে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই জমিয়ে তুলেছে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।
যদিও ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ম্যাচের তিন মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস। পিছিয়ে পড়ে দ্রুতই নিজেদের সামলে নেয় লিভারপুল। তিন মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে ইয়ুর্গান ক্লপ শীর্ষ্যরা। ভার্জিল ফন ডাইকের নিচু ক্রসে নিখুঁত টাচে গোল করেন মাতিপ। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না হলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু-দল। দ্বিতীয়ার্ধের ফিরে ম্যাচের ৬৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। লুইজ দিয়াজের ক্রসে ফ্লিক হেডে জাল খুঁজে নেন সাদিও মানে। এ জয়ে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার ম্যান সিটির সমান পয়েন্ট ক্লপ শীর্ষ্যদের।