স্পানিশ লা-লিগায় সেল্টা ভিগোকে হারিয়েছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
স্পানিশ লা-লিগায় সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে স্প্যানিশ সুপার কাপের দৌড়ে টিকে রইল কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রনে বার্সা। ম্যাচের ৩০ মিনিটে মেমফিস ডিপায়ের গোলে লিড নেয় হাভি হার্নান্দেজের শীর্ষ্যরা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দিগুন করে বার্সা তারকা এমেরিক আউবেমেয়াং। ২-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করা বার্সা ব্যাবধান বাড়ায় ৩ মিনিট পরেই। নিজের দ্বিতীয় গোল করেন আউবেমেয়াং। ৩-০ গোলের লিড নেয় বার্সা। ২ মিনিট পরেই দারুন এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেল্টা ভিগো। তবে ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এ জয়ে লিগে নিজেদের দ্বিতীয় স্থান এবং স্প্যানিশ সুপার কাপে খেলা প্রায় নিশ্চিত জাভি হার্নান্দেজের শীর্ষ্যদের।