সিলেটে পুলিশ ফাঁড়িতে আলোচিত রায়হান হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
- আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে দেশের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী।
কাল রায়হানের মা সালমা বেগম ও চাচা আদালতে সাক্ষ্য দিতে পারেন। এই মামলায় ৬৯ জন সাক্ষী রয়েছেন। এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রায়হান হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দিয়েছেন। তারা মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম স্থগিত রাখতে আদালতে আবেদন জানান। এর আগে মঙ্গলবার মামলার বাদী নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নীকে এজলাসে উঠানোর পর আসামি পক্ষের আইনজীবী সময় প্রার্থনা করেন।এ সময় তারা রিট পিটিশন দাখিলের কপি আদালতে জমা দেন। তবে আসামীকে আদালতে হাজির করতে দেরি করায় এবং একজন আইনজীবী মারা যাওয়ায় কোর্ট রেফারেন্সের কারণে সাক্ষ্য গ্রহণের তারিখ এক দিন পিছিয়ে আজ নির্ধারণ করে আদালত। ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেটের বন্দর-বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন করে পুলিশ। পরে ১১ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।