১১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
১১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। ফাইনালে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইতালিয়ান জায়ান্টরা।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় ইন্টার। ম্যাচের ৭ মিনিটে গোল করেন নিকোলো বারেল্লা। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না হলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আলেক্স সান্দ্রোর গোলে সমতায় ফেরে জুভেন্টাস। দুই মিনিট পরেই ওল্ড লেডিদের এগিয়ে দেয় দুসান ভ্লাহোভিচ। ম্যাচের ৮০ মিনিটে ফাউল করলে পেনাল্টি পায় ইন্টার। সফল স্পট কিকে—-চাল-হাকান ইন্টারকে সমতায় ফেরালে জমে উঠে ম্যাচ। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইন্টার উইঙ্গার ইভান পেরিসিচ। তিন মিনিট পর আরো এক গোল করে দলের জয় এবং অস্টম শিরোপা নিশ্চত করে পেরিসিচ।