রাজশাহীর পুঠিয়ায় নির্বাচনী মাঠে হত্যা মামলার চার্জশীটভূক্ত প্রধান আসামী
- আপডেট সময় : ০৫:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছে হত্যা মামলার চার্জশীটভূক্ত প্রধান আসামী। অথচ, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পলাতক তিনি। কিন্তু, বাড়ি থেকেই মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে লড়ছেন সাধারণ সম্পাদক পদে। এমন ঘটনায় ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন মামলার বাদী।
রাজশাহীর পুঠিয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতা নুরুল ইসলাম হত্যা মামলার চার্জশীটভূক্ত প্রধান আসামী আরেক শ্রমিক নেতা আব্দুর রহমান পটল। উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে পটলকে।
আগামী ১৭ মে হতে যাচ্ছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন। তাই মাঠ বেশ সরগরম। আর এই নির্বাচনে আবারো সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন পটল। এলাকায় ঘুরছেন প্রকাশ্যেই, ভোট চেয়ে বেড়াচ্ছেন শ্রমিকদের কাছে। তবে এ নিয়ে শ্রমিকদের একাংশের মাঝেও তৈরি হয়েছে ক্ষোভ।
পিবিআইয়ের তদন্তে নুরুল ইসলাম হত্যায় মূলপরিকল্পনাকারী হিসেবে পটলকেই শনাক্ত করা হয়েছে। কিন্তু তিনি কীভাবে এখনো প্রকাশ্যে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন- নিহতের কন্যা ও মামলার বাদী নিগার সুলতানার।
তবে পটল বলছেন, অভিযোগপত্রে পলাতক দেখানো হলেও তিনি সব সময় এলাকাতেই আছেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও পিবিআইয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি।
২০১৯ সালের ১১জুন পুঠিয়ার একটি ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতে মেয়ে পটলসহ আটজনকে আসামী করে থানায় অভিযোগ দেন। কিন্তু ওই এজাহার পাল্টে দেয়ার অপরাধে উচ্চ আদালতের নির্দেশে পুঠিয়া থানার তৎকালীন ওসি শাকিল উদ্দিন আহমেদ সাময়িক বরখাস্ত হয়ে এখন জেলহাজতে।