এফএ কাপের ফাইনালে রাতে মাঠে নামবে লিভারপুল ও চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
এফএ কাপের ফাইনালে রাতে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।
ক্যারাবাও কাপের ফাইনালের পরে আরো এক ফাইনালে মুখোমুখি দু-দল। মাঠের খেলায় দারুন ফর্মে লিভারপুল। এ মৌসুমে চেলসিকে হারিয়েই জিতেছে ক্যারাবাও কাপের শিরোপা। নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এছাড়া এখনো টিকে আছে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে। এছাড়া দারুন ফর্মে দলের তারকা খেলোয়াররা। তবে ইনজুরির কারনে এ ম্যাচে দেখা যাবে না লিভারপুল তারকা ফ্যাবিনহোকে। এদিকে নতুন মালিকানায় প্রথম শিরোপা জয়ের আশা নিয়ে মাঠে নামবে চেলসি। মৌসুমে নানা প্রতিবন্ধকতার মাঝে শেষটা ভাল করতে চায় চেলসি বস টুখোল। এ ম্যাচ জিতে ক্যারাবাও কাপের ফাইনালে হারের স্মৃতি ভুলতে চায় চেলসি।